শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দলের নির্বাচনে চমক

প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০১৭ | ১২:১৩ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আওয়ামীপন্থী শিক্ষকদের নীতিনির্ধারণী সংগঠন হলুদ দলের স্ট্যান্ডিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বোচ্চ ১৭৪ ভোট পেয়েছেন বিশ্ববিদ্যালয় বর্তমান প্রক্টর এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আলী আজগর চৌধুরী।

গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। রোববার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে দলের ইতিহাসে পপুলার ক্যাটাগরিতে অর্থাৎ সর্বোচ্চ ভোট পাওয়া সিনিয়রদের মধ্যে স্থান করে নিয়েছেন জুনিয়র শিক্ষক সাবেক সহকারী প্রক্টর এবং সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী।

এবারের নির্বাচনে পপুলার ক্যাটাগরিতে অর্থাৎ সিনিয়র হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে ১৬৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন শাহ জালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুলতান আহমেদ চৌধুরী। ১৩৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদ। ১৩৩ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন চবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. বেণু কুমার দে। একই সমান ভোট পেয়েছে কলা অনুষদের অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। এছাড়া ১২১ ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন সাবেক সহকারী প্রক্টর ও সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আরও ১০ জন নির্বাচিত হয়েছেন।

তারা হলেন- অধ্যাপক ড. মাহবুবুর রহমান (জীববিজ্ঞান অনুষদ) ১১৮ ভোট। সহযোগী অধ্যাপক নির্মল কুমার সাহা (আইন অনুষদ) ১১৮ ভোট। অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব (বিবিএ) ১১৬ ভোট। অধ্যাপক ড. এস এম কাজী খসরুল আলম কুদ্দুসী (সমাজবিজ্ঞান অনুষদ) ১১৬ ভোট। অধ্যাপক ড. এবিএম আবু নোমান (আইন অনুষদ) ১০৬ ভোট। অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী (বিজ্ঞান অনুষদ) ১০৩ ভোট। সুকান্ত ভট্টাচার্য (কলা অনুষদ) ১০৩ ভোট। অধ্যাপক ড. শংকর লাল সাহা (ইঞ্জিনিয়ারিং অনুষদ) ৯৪ ভোট। মাহবুব হোসেন (প্রভাষক, জীববিজ্ঞান অনুষদ) ৬৯ ভোট।

হলুদ দল সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ভোট প্রাপ্ত শিক্ষক দলের আহবায়ক মনোনীত হবেন। কিন্তু জ্যেষ্ঠতার কারণে সহযোগী অধ্যাপক আলী আজগর চৌধুরীর স্থলে অধ্যাপক ড. সুলতান আহমেদকে দলের আহবায়ক মনোনীত করা হয়েছে। হলুদ দলের ইতিহাসে এবারই প্রথম কোন জুনিয়র শিক্ষক হিসেবে সাবেক সহকারী প্রক্টর এবং সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী ১২১ ভোট পেয়ে পপুলার ক্যাটাগরিতে সিনিয়র সদস্য নির্বাচিত হয়েছেন।