মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

রেলওয়ে কলোনী ঈদ পুনর্মিলনী ফুটবলে চ্যাম্পিয়ন জুনিয়র একাদশ

| প্রকাশিতঃ ২৪ জুলাই ২০২১ | ৯:৩১ পূর্বাহ্ন


চট্টগ্রাম : নগরের রেলওয়ে স্টেশন কলোনী ফ্যানজ গ্রুপের আয়োজনে ‘ঈদ পুনর্মিলনী প্রীতি ফুটবল ম্যাচ’ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে ২২ জুলাই আয়োজিত সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশের এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে জুনিয়র একাদশ।

উক্ত খেলায় সিনিয়র একাদশ ১-২ গোলে পরাজিত হয়েছে জুনিয়র একাদশের কাছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন রেলওয়ে স্টেশন কলোনী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জহির আহমদ, বিহঙ্গ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক, সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রকিবুল আলম সাজ্জি এবং রেলওয়ে কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন।

আরও উপস্থিত ছিলেন জহির উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম, ফজলুল হক রমেল, মো. বাবুল, পার্থ প্রতিম সাহা, রিমন দাশ, আবদুল্লাহ আল মামুন, নোমান আল করিম, শাহজাহান সামি, মিশুক, মিরাজ, শেখ আলম, মোজাম্মেল, সাইফুল, সাদির প্রমুখ।