মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড

| প্রকাশিতঃ ৪ অগাস্ট ২০২১ | ১২:০০ অপরাহ্ন


ঢাকা : বাংলাদেশ-অস্ট্রেলিয়া মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলাকালেই আরেকটি সূচি প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১ সেপ্টেম্বর থেকে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আর কেইন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলটি বাংলাদেশ সফরে আসছে চলতি মাসের ২৪ তারিখেই।

অস্ট্রেলিয়া সিরিজের পর মাহমুদউল্লাহরা যে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে সেটা জানা কথা। তবে পাঁচ ম্যাচের এই সিরিজটা ঠিক কত তারিখ থেকে শুরু হচ্ছে কিংবা কিউইরা কবে নাগাদ বাংলাদেশ সফরে আসছে, সেটা আগে থেকে জানা ছিল না। অবশেষে সেটাও জানা গেল।

আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে মূল সিরিজের লড়াই। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে ২৯ আগস্ট সাভারের বিকেএসপিতে হবে একটি প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশ-নিউজিল্যান্ড মধ্যকার ম্যাচগুলোর সূচি:

দেখে নিন নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি

২৯ আগস্ট – প্রস্তুতি ম্যাচ

১ সেপ্টেম্বর – প্রথম টি-টোয়েন্টি

৩ সেপ্টেম্বর – দ্বিতীয় টি-টোয়েন্টি

৫ সেপ্টেম্বর – তৃতীয় টি-টোয়েন্টি

৮ সেপ্টেম্বর – চতুর্থ টি-টোয়েন্টি

১০ সেপ্টেম্বর – পঞ্চম টি-টোয়েন্টি