চট্টগ্রাম: নতুন বোর্ডের অধীনে দেশের সব কওমি মাদ্রাসায় অভিন্ন প্রশ্নে আগামী ১৫ থেকে ২৫ মে পর্যন্ত দাওরায়ে হাদিসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার চট্টগ্রামের হাটহাজারী বড় মাদ্রাসায় কওমি মাদ্রাসার সনদের মান বাস্তবায়ন কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়।
বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফী সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে কমিটির সদস্য মাওলানা মাহফুজুল হক বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ১৫ থেকে ২৫ মে পর্যন্ত দেশের সব কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। শিগগির ঢাকায় বোর্ডের কার্যালয় নেওয়া হবে। পরীক্ষা নেওয়ার জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির সমমান দিয়ে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির প্রধানমন্ত্রীর ঘোষণা প্রত্যাহার দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ধর্মভিত্তিক সংগঠন আহলে সুন্নাত ওয়াল জমা’আত। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভসহ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
তাদের কর্মসূচির মধ্যে রয়েছে- ঢাকাসহ সারা দেশের সব জেলা ও উপজেলা সদরে ১৭ এপ্রিল মানববন্ধন এবং ১৮ এপ্রিল বিক্ষোভ-সমাবেশ। এছাড়া ২০ এপ্রিল সব জেলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবে আহলে সুন্নাত ওয়াল জমা’আত।