চট্টগ্রাম: তীব্র ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) রেজিস্ট্রার অধ্যাপক ড. বদরুল আমিন ভূঁইয়া।
সোমবার তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন।অবশ্য শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে তিনি শুরু থেকে ঐক্যমত পোষণ করে আসছিলেন। এর আগে ২২ মার্চ সকাল থেকে অবরুদ্ধ ছিলেন প্রো-ভিসি অধ্যাপক নুরুল আবচার, রেজিস্ট্রার অধ্যাপক ড. বদরুল আমিন ভূঁইয়া। দুজনই সেদিন বিকেল ৫ টায় তাৎক্ষণিক পদত্যাগ করতে চাইলে শিক্ষার্থীরা ভিসিসহ সকল শিক্ষক ও পদস্থ সকল কর্মকর্তার পদত্যাগের দাবী জানিয়েছিল।
ইউএসটিসি মালিকপক্ষ ৬ এপ্রিল স্ট্যাম্পে মুচলেকা দিয়েছে সরকারের নিয়মকানুন মানার। মুচলেকাটি হলো- বেসরকারি মেডিক্যাল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা- ২০১১ (সংশোধিত)-এর সকল বিধি-বিধানসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও বিএমডিসি’এর শর্তসমূহ ইউএসটিসি প্রতি পালন করবে। তার মানে ইউএসটিসির মেডিক্যাল কলেজ যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদে অথবা চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে।
তাই আন্দোলনরত শিক্ষার্থীরা চেয়ে আছে বিএমডিসির আগামী মিটিংয়ের দিকে এবং তাদের চলমান আন্দোলনও তারা অব্যাহত রেখেছে। শিক্ষার্থীরা আজও সড়ক অবরোধ করে মিছিল-মিটিং করেছে। আন্দোলনকারীরা জানায়, ইউএসটিসি কর্তৃপক্ষের অনিয়ম, দূর্নীতি, উদাসিনতার প্রতিকারে তারা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের প্রস্তুতি নিচ্ছে।