আঙ্কারা: গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়া৷ সেই যুদ্ধের পরিস্থিতি থেকে রক্ষা পেতে দলে দলে শরণার্থীরা এসে আশ্রয় নিয়েছেন তুরস্কে৷ শান্তির আশায়৷ এদের মধ্যে মহিলা শিশুর সংখ্যাও কিন্তু কিছু কম নয়৷ তবে এই শরণার্থী শিশুদের মধ্যে দেখা দিয়েছে বেশ কিছু সমস্যা৷ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন তারা৷ তুরস্কে বসবাসকারী ৪০শতাংশ সিরিয়ার শিশুরাই পড়াশুনা করেনা৷ এমনই একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইউনিসেফের সমীক্ষায়৷ এরফলে ধ্বংস হয়ে যেতে পারে একের পর এক প্রজন্ম৷
প্রায় ৪লক্ষ ছাত্র ছাত্রী এই মুহূর্তে পড়াশুনা থেকে বঞ্চিত৷ তবে সম্প্রতি এই দুর্দশার সামান্য উন্নতি হয়েছে৷ তুরস্কে বসবাসকারী ৫লাখ শরণার্থী শিশু এখন বিদ্যালয়মুখী৷ সংস্থার ডেপুটি নির্বাহ পরিচালক জাস্টিন এই বিষয়টিকে বিশাল কৃতিত্ব দিয়েছেন৷ অবশ্য এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন, এই সংখ্যাটিকে আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে৷
এই প্রসঙ্গে তুরস্কের রাজধানী আঙ্কারার তরফেও একটি সমীক্ষা পেশ করা হয়৷ সেই সমীক্ষা অনুযায়ী, তুরস্কে সিরিয়া শরণার্থীর সংখ্যা প্রায় ২.৭মিলিয়ন৷ এরমধ্যে ১.২বিলিয়নই হল শিশু৷ ইউনিসেফের তরফ থেকে একটি সমীক্ষা প্রকাশ করা হয়েছে, যেটিতে বলা হয়েছে বিশ্বের মধ্যে তুর্কিতেই সবথেকে বেশি সংখ্যক সিরিয়া শরণার্থী রয়েছে৷
তুর্কির স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২০১১ সাল থেকে ২০১৬সাল অবধি মোট ১লাখ ৮০হাজার শিশুর জন্ম হয়েছে সিরিয়ায়৷ আর এই পরিমাণ শিশু যদি অশিক্ষিত হয়ে থাকে তাহলে তা দেশের জন্য খুবই চিন্তার বিষয় বলে জানানো হয়েছে সরকারের তরফে৷