শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

বোয়ালখালি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যকরী পর্ষদ গঠন

প্রকাশিতঃ ১৮ এপ্রিল ২০১৭ | ১১:৫৪ অপরাহ্ন

চট্টগ্রাম: বোয়ালখালি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যকরী পর্ষদ গঠন করা হয়েছে। এতে মোঃ সরোয়ার আলমকে সভাপতি ও তৌসিফ সাজিদকে সাধারণ সম্পাদক করা হয়।

মঙ্গলবার এক বিশেষ সভায় ১৮ সদস্যের কার্যকরী পর্ষদ গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি জাহেদ আলম, সহ সভাপতি শ্রাবন মিজান, সহ সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান জিসান, সহ সাংগঠনিক সম্পাদক কাজী নাহিয়ান আল মুনতাসির, দপ্তর সম্পাদক রিয়াদ মাহমুদ, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল জাবের।

দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন- প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আশরাফুল হাসান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ আল হাজ্জাজ, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন, সহ মহিলা বিষয়ক সম্পাদক রিক্ত লাবণ্য, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আদনান, উপ-সংস্কৃতি সম্পাদক নোমান আব্দুল্লাহ ও নিঝুম নন্দি, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আজাদ হোসাইন, সহ তথ্য ও গবেষনা সম্পাদক সুমনা আকতার।