শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

চবিতে পুলিশের সাথে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৯, বহিষ্কার দুই নেতা

প্রকাশিতঃ ২০ এপ্রিল ২০১৭ | ১০:৪৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২ বছরের জন্য ‘বহিষ্কৃত’ শিক্ষার্থী শাকিলকে পরীক্ষা দিতে না দেওয়ায় ছাত্রলীগের একাংশের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহষ্পতিবার বেলা ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত চলা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ৫ পুলিশ সহ অন্তত ৯ জন আহত হয়েছে।

আব্দুল্লাহ কায়সার শাকিল বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বৃহষ্পতিবার যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ইসলামের ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় চবি থেকে ২ বছরের জন্য বহিষ্কৃত হওয়া শাকিলকে এ পরীক্ষায় অংশ নিতে অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর জের ধরে বৃহষ্পতিবার ছাত্রলীগের একাংশের নেতা কর্মীকে নিয়ে পরীক্ষার হলে যায় শাকিল। এসময় তিনি পরীক্ষা দিতে না পারলে কাউকে পরীক্ষা দিতে দেওয়া হবে না উল্লেখ করে পরীক্ষা না দিতে সাধারণ শিক্ষার্থীদের হুমকি দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সাথে বাক-বিত-তার এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা। এসময় পুলিশ সদস্যরা ছাত্রলীগ নেতা-কর্মীদের লাঠিচার্জ করে সেখান থেকে সরিয়ে দেয় এবং রাহাত নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে। উদ্ভুত পরিস্থিতিতে ৪র্থ বর্ষের ৪০১ নং কোর্সের পরীক্ষা স্থগিত করে পরীক্ষা কমিটি।

এদিকে পুলিশী ধাওয়ার পর ছাত্রলীগ নেতাকর্মীরা জিরো পয়েন্ট চত্ত্বরে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয়। পুলিশ সেখানে গিয়ে তাদের সরিয়ে দিতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় পুলিশ সহ অন্তত ৯ জন আহত হয়। আহতরা হলেনঃ হাটহাজারী থানার এ এস আই মহসীন আলী, কনস্টেবল শরীফুল ইসলাম, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, ইমাম হোসেন, ছাত্রলীগ কর্মী রাকিবুল হাসান, নাজমুস সাদাত, সাধারণ শিক্ষার্থী মোহাম্মদ রায়হান এবং মিজবাহুল ইসলাম।

সার্বিক বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, আমারা পুরো ঘটনাকে বিশ্লেষণ করে প্রকৃত দোষীদের বের করার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিরোধী কর্মকা-ে জড়িত থাকার প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। এসময় তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে বলে জানান।

শাটল ট্রেন চলাচল বন্ধঃ রেল স্টেশন চত্ত্বরে পুলিশের সাথে সংঘর্ষের পর বেলা সাড়ে ১২টর দিকে শাটল ট্রেনের ৫টি ‘হুস পাইপ’ কেটে দেয় ছাত্রলীগ কর্মীরা। ফলে বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী দেড়টার শাটল ট্রেনটি স্টেশনে আটকা পড়ে। রেলওয়ে কর্তৃপক্ষ ‘হুস পাইপ’ ঠিক করতে লোক পাঠালেও বিকাল ৫ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী কোন ট্রেন ছেড়ে যেতে পারেনি। শহর থেকেও বিশ্ববিদ্যালয়ে আসেনি কোন ট্রেন।

দুই নেতা বহিষ্কারঃ পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে পুলিশের সাথে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দুই ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বহিষ্কৃত দুই নেতা হলেন শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল এবং সহ সম্পাদক আব্দুল্লাহ কায়সার শাকিল। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করে হয়েছে।