রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্যারিসে আততায়ীর গুলিতে পুলিশসহ নিহত ২

| প্রকাশিতঃ ২১ এপ্রিল ২০১৭ | ১০:১৫ পূর্বাহ্ন

ফ্রান্সের রাজধানীর প্যারিসে আততায়ীর গুলিতে একজন পুলিশ সদস্য নিহত হয়েছে। পরে নিরাপত্তাবাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই পুলিশ সদস্য। গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল প্যারিসের চ্যাম্পস এলেসিস এভিনিউয়ে পুলিশের একটি টহল দলকে লক্ষ্য করে আচমকা একজন অস্ত্রধারী গুলি ছুড়লে ঘটনাস্থলেই একজন পুলিশ সদস্য মারা যায়।

এরপর পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী মারা যায়। শহরের কেন্দ্রে যেখানে গোলাগুলি হয়েছে, পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এলাকা বলে পরিচিত ‘দ্য চ্যাম্পস এলিসি’ বন্ধ করে দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র পিয়েরে হেনরি ব্রান্ডেট বলেছেন, নিহত পুলিশ কর্মকর্তাকে ‘টার্গেট’ করে গুলি করা হয়েছে। কিন্তু এই হামলার উদ্দেশ্য সম্পর্কে এখুনি কোন ধারণা তিনি দিতে পারেননি। ইতিমধ্যেই সন্ত্রাসবিরোধী তদন্ত শুরু হয়েছে।

ফ্রান্সে ২০১৫ সালে সন্ত্রাসী হামলার পর থেকে জরুরি অবস্থা জারি রয়েছে। ঘটনার সময় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা শেষবারের মত টেলিভিশনে নিজেদের বক্তব্য তুলে ধরছিলেন। নির্বাচনে জঙ্গিদের প্রতিহত করা এবং ফরাসী নাগরিকদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্ব পাচ্ছে।