চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের একাংশের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৭ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার হাটহাজারী মডেল থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।
হাটহাজারী থানা সূত্রে জানা গেছে, মামলার আসামী ৭ ছাত্রলীগ নেতা-কর্মী হলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক ইকবাল, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ কায়সার শাকিল, সাদেক হোসেন টিপু ও আতিক রেজা, চারুকলা ইনস্টিটিউটের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনোয়ার হোসেন, লোকপ্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমেদ আলী এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান রনি।
মামলার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, বৃহষ্পতিবার পুলিশের উপর হামলা ও কর্তব্য কাজে বাধা দেওয়ায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরো ২০-২৫ জন অজ্ঞাতনামাকে আসামী করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত নিজেদের এক কর্মীকে পরীক্ষা দিতে না দেওয়ায় বৃহষ্পতিবার ঐ পরীক্ষা বন্ধ করে দেয় ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। এতে বাধা দিলে তাদের সাথে পুলিশের দুই দফা সংঘর্ষে ৫ পুলিশ সহ ৯ জন আহত হয়।