রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পটিয়ায় কর্মী সভায় সংঘর্ষে বিএনপি নেতা এনামসহ আহত ১৫

| প্রকাশিতঃ ৩ মে ২০১৭ | ৬:৫৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কর্মী সভায় দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনামসহ আহত হয়েছেন অনন্ত ১৫ জন। বুধবার বিকেল তিনটায় পটিয়া পৌর সদরের হল টুডে কনভেনশন সেন্টারে কর্মী সভায় এনামসহ তার নেতাকর্মীরা সভায় প্রবেশের সময় হামলার মুখে পড়ে।

আহত অন্যরা হলেন- মো. মানিক (২৫), রোকন (৩০), ইয়াছিন আরাফাত (৩৭), বাবু (১৮), আহমদ নবী (৩৪), মো. আবু হানিফ (৩৪), মনছুর (২৭), মো. এরশাদ (২৫), মামুনুর রশিদ (২০), মোঃ সেলিম (৪০), মহিউদ্দিন (৩৪), রকি (২৫)। ছুরিকাহাত সহ-সভাপতি এনামুল হক এনাম বর্তমানে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা সরকারি-বেসরকারী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে দক্ষিণ জেলা বিএনপি কর্মী সভার অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম, মোর্শেদ খান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম। বেলা ৩টার দিকে এনামুল হক এনামের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে প্রবেশ করতে গেলে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল গ্রুপের অনুসারীরা তাদেরকে বাধা দেয়।

এরপর দুই পক্ষের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় চেয়ার ছোড়া ছুঁড়ি, ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ পরিস্থিতি দেখে কেন্দ্রীয় কমিটির নেতারা সভাস্থল থেকে সরে যান। এনামকে রক্তাক্ত অবস্থায় সভাস্থল থেকে রাস্তায় বেরিয়ে আসতে দেখে বিক্ষুব্ধ হয়ে উঠে নেতাকর্মীরা। তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যারিকেড দিয়ে বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে।

পটিয়া থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ বলেন, কর্মী সভার নামে বিএনপির দুই গ্রুপ গাড়ি ভাংচুরসহ তান্ডব চালিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ রাউন্ট ফাঁকা গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় মো. আকবর নামের ২০ বছর বয়সী এক যুবককে পুলিশ আটক করে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।