মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

কয়েদিদের বায়োমেট্রিক পদ্ধতি চালুর প্রতিবেদন দাখিলের নির্দেশ

| প্রকাশিতঃ ২১ নভেম্বর ২০২১ | ১:০৭ অপরাহ্ন


ঢাকা : কারাগারে প্রকৃত আসামিকে চিহ্নিত করতে ক্রমান্বয়ে বায়োমেট্রিক পদ্ধতি প্রবর্তনের বিষয়ে অগ্রগতির প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে করা আবেদনের শুনানি করে রবিবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। ২০২২ সালের ১২ জানুয়ারি প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে।

কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিপি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ও জননিরাপত্তা বিভাগসহ সংশ্লিষ্টদের অগ্রগতি জানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।