শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চবিতে অস্ত্রসহ আটক ৩ ছাত্রলীগ নেতা

| প্রকাশিতঃ ৫ মে ২০১৭ | ৩:২৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে ৩ ছাত্রলীগ নেতাকে অস্ত্রসহ আটক করেছে হাটহাজারী থানা পুলিশ।

আটক ছাত্রলীগ নেতারা হলেন, সদ্য স্থগিত হওয়া শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠ চক্র বিষয়ক সম্পাদক আবু বকর তোহা, উপ-ত্রান বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দীন এবং সহ সম্পাদক জাহাঙ্গীর রাসেল। এদের মধ্যে তোহাকে পুরানো ৩টি মামলায় এবং নিয়াজ ও রাসেলকে অস্ত্র সহ আটক করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মসিউদ্দৌলা রেজা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রীতিকর কোন ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে, তার জন্য আমরা কাজ করছি। বিভিন্ন ফৌজদারী মামলার আসামীদের ধরতেই আমরা অভিযান চলিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি এখন স্বভাবিক। ক্যাম্পাসে অপ্রীতিকর কোন ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে, সে লক্ষ্যে আমরা কাজ করছি।

এর আগে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৬টি আবাসিক হলে পুলিশের সহযোগিতায় তল্লাশী চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শাহজালাল, শাহআমানত, সোহরাওয়ার্দী, আলাওল, এফআর ও আব্দুর রব হলে রাত সাড়ে ১০টা থেকে প্রায় ৩ ঘন্টা ধরে পরিচালিত এ তল্লাশীতে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় শাহ আমানত হলের টয়লেট থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩২ রাউন্ড গুলিও উদ্ধার করে পুলিশ।

প্রসঙ্গত পূর্ব বিরোধকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুপুরে সাধারন সম্পাদক সুজনের অনুসারী মাসুম খান নামের এক ছাত্রলীগ নেতাকে মারধর করে সভাপতি টিপুর অনুসারীরা। এর জের ধরে সুজনের অনুসারীরা একত্রিত হয়ে টিপুর অনুসারীদের ধাওয়া দেয়। দেশীয় অস্ত্র এবং রাম দা হাতে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর টিপুর অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল এবং সুজনের অনুসারীরা শাহ আমানত হলে অবস্থান নিয়ে পরষ্পরের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। কয়েকটি ককটেল বিষ্ফোরনও ঘটায় তারা। এতে উভয় পক্ষের ৭ নেতা-কর্মী আহত হয়।

এ ঘটনার পর উদ্ভুদ পরিস্থিতিতে চবি ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, চবি ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। সংগঠনকে গতিশীল এবং সুশৃঙ্খল করতে আমাদের এ পদক্ষেপ।