রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

দেশে করোনা শনাক্তের হার বেড়ে ১.২২

| প্রকাশিতঃ ১৯ ডিসেম্বর ২০২১ | ৫:৪০ অপরাহ্ন


ঢাকা : দেশে করোনাপ্রতিরোধী টিকার বুস্টার ডোজ শুরুর প্রথম দিনে জানা গেল করোনাক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার মারা যায় ৪ জন। এ নিয়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৪৮ জনে।

রবিবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৭ হাজার ৩৩২ জনের নমুনা পরীক্ষায় ২১১ জনের করোনা শনাক্ত হয়। শনিবার এই সংখ্যা ছিল ১২২। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জনে।

গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.২২। শনিবার এই সংখ্যা ছিল একের নিচে ০.৮৭।

২৪ ঘণ্টায় মৃত্যু: ১
মোট মৃত্যু: ২৮ হাজার ৪৮
শনাক্ত: ২১১
মোট শনাক্ত: ১৫ লাখ ৮১ হাজার ৮৩
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ১৭ হাজার ৩৩২
শনাক্তের হার: ১.২২ শতাংশ
সুস্থ: ১৬৮
মোট সুস্থ: ১৫ লাখ ৪৫ হাজার ৫৭১

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এই একজনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।