শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বাহুবলী-২ এর পর ১০০০ কোটি ক্লাবে দঙ্গল

| প্রকাশিতঃ ১৩ মে ২০১৭ | ২:০২ অপরাহ্ন

০০০ কোটি রুপি আয় করে ভারতের চলচ্চিত্র ইতিহাসে রেকর্ড গড়েছে ‘বাহুবলী : দ্য কনক্লুশন’। কিন্তু রেকর্ডটি বেশি সময় আর নিজের দখলে রাখতে পারছেন না নির্মাতা এসএস রাজামৌলি। আমির খান অভিনীত বলিউডের ‘দঙ্গল’ ছবিটিও ১০০০ কোটি ক্লাবের ঢুকছে খুব শিগগির।

গত বছরের ২২ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘দঙ্গল’র মোট আয় এ পর্যন্ত ৯৫০ কোটি রুপি। এরমধ্যে ভারত থেকে আয় হয়েছে ৭৪৪ কোটি রুপি। তাইওয়ান থেকে আয় হয়েছে ২০ কোটি রুপি।

চীনের রেকর্ডসংখ্যক পর্দায় (৯০০০) ছয় দিন আগে মুক্তি পায় নিতেশ তিওয়ারির ‘দঙ্গল’। চীন থেকে এরইমধ্যে ১৮৭.৪২ কোটি রুপি আয় করেছে ছবিটি। চীনে সেসব বিদেশি ছবি মুক্তি পায় তার ৯০ ভাগই হলিউডের। এখন চীনে হলিউডের ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’ ছবিটি প্রদর্শিত হচ্ছে। ছবিটির সঙ্গে সমানে সমান পাল্লা দিয়ে প্রদর্শিত হচ্ছে ‘দঙ্গল’।