চট্টগ্রাম: বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাটহাজারী উপজেলা ছাত্রদল। শনিবার এই কর্মসূচীতে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল কবির তালুকদার ও সদস্য সচিব ওহিদুল আলম টিটু।
বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তকিবুল হাসান চৌধুরী তকি|
বিক্ষোভ সভায় বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে পুনরায় গণতন্ত্রের সূর্য উদিত হবে| খালেদা জিয়া ও তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন কমিটির যুগ্ন আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মাহমুদ, মোঃ মিজানুর রহমান টিপু, মোঃ আলাউদ্দিন তালুকদার, জি.এম কামরুদ্দীন নাহিদ, মোঃ আলাউদ্দিন পারভেজ, মোঃ মন্জুর মোরশেদ মন্জু, মোঃ এমরান, মোঃ গিয়াস উদ্দিন রিচার্ড, মোঃ নুরু উদ্দিন, মোঃ জাহেদুল ইসলাম লিমন, মোঃ ফারুক উদ্দিন মানিক, মোঃ হান্নান তালুকদার, মোঃ সালমান সাদী রাশেদ, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জয়নাল আবেদীন সাঈদ সহ নব নির্বাচিত উপজেলা ছাত্রদলের সদস্যবৃন্দ।