রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর : শিক্ষামন্ত্রী

| প্রকাশিতঃ ২৮ ডিসেম্বর ২০২১ | ১২:৪৭ অপরাহ্ন


ঢাকা : আগামী ৩০ ডিসেম্বর ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া ৫ জানুয়ারি থেকে একাদশে ভর্তির আবেদন শুরু হবে বলে জানান তিনি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নায়েম ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এই তথ্য দেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে। এখন প্রকাশের অপেক্ষা। আগামী ৩০ ডিসেম্বর পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

সেদিন সকালে শিক্ষা বোর্ডগুলোর পক্ষে ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে। এরপর বিস্তারিত ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

করোনাভাইরাস অতিমারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার ৯ মাস পিছিয়ে গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। ২২ লাখের বেশি শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।