
ঢাকা : দেশে করোনায় নতুন রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন। বাড়ছে শনাক্তের হার। শনাক্তের হার ৫ এর ওপর পৌঁছে গেছে।
করোনার ডেলটা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে। গত ডিসেম্বরের প্রথম কয়েক সপ্তাহ শনাক্ত ১ শতাংশের ঘরেই ছিল। কিছুদিন ধরে সংক্রমণে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৬ জনের। গতকাল বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ১ হাজার ১৪০।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। বৃহস্পতিবার মারা যান ৭ জন।
গত ২৪ ঘন্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২০ হাজার ২০৪ জনের নমুনা পরীক্ষা শনাক্তের হার ৫.৬৭। বৃহস্পতিবার শনাক্তের হার ছিলো ৪.৮৬।
করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ৯৮ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯১ হাজার ৯৩।