রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

খালেদা জিয়ার ৩ মামলা স্থগিত

| প্রকাশিতঃ ১৬ মে ২০১৭ | ১:৪৮ অপরাহ্ন

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা আলাদা আলাদা ৩টি মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

৩ টির মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা, বিশেষ ক্ষমতা আইনের একটি ও দারুস সালাম থানার নাশকতার একটি মামলা রয়েছে। তিনটি মামলাই ২০১৫ সালে করা হয়েছিল। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, এই ৩ মামলাতেই পুলিশ খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। পরে আদালত ওই অভিযোগপত্র আমলে নেন। ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করলে আজ এই ৩ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

তিনি বলেন, এর আগে একই আদালত থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে করা অন্য ৬টি মামলার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। ওই স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হয়েছে। আজ যে ৩টি মামলায় স্থগিতাদেশ দেয়া হয়েছে তার বিরুদ্ধেও তিনি শিগগিরই আপিল করা হবে।