শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ইউএসটিসির কার্যক্রম শুরু

| প্রকাশিতঃ ১৮ মে ২০১৭ | ৫:০৬ অপরাহ্ন

চট্টগ্রাম: ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) কার্যক্রম বৃহস্পতিবার থেকে ফের শুরু হয়েছে। এর আগে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনের দাবিতে প্রতিষ্ঠানটিতে ‘তালা’ লাগিয়ে দিয়েছিল আন্দোলনরত শিক্ষার্থীরা।

ইউএসটিসির উপাচার্য ডা. প্রভাত চন্দ্র বড়–য়া বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের শর্ত মানা এবং তিন ব্যাচের শিক্ষার্থীদের বিএমডিসির অনলাইন নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা একাডেমিক ভবন ও হাসপাতালের তালা খুলে দেয়। যথারীতি আমরা রোগী ভর্তি, একাডেমিক কার্যক্রম শুরু করেছি। শিগগির পরীক্ষা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত হবে।

প্রসঙ্গত বিএমডিসি নিবন্ধনের দাবিতে গত ১০ জানুয়ারি থেকে আন্দোলনে নামে ইউএসটিসির শিক্ষার্থীরা। দীর্ঘদিন আন্দোলন চলার পর দাবি পূরণে সরকার, বিএমডিসি কর্তৃপক্ষ এবং ইউএসটিসি কর্তৃপক্ষ উদ্যোগ নেয়। ফলে আন্দোলন স্থগিত করে তালা খুলে দেয় আন্দোলনরতরা। ফের দেশি-বিদেশি হাজারো শিক্ষার্থীর পদচারণায় মুখর হয়ে উঠবে ইউএসটিসি।