শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চীনা যুবতীকে ধর্ষণ।। বাংলাদেশি শ্রমিকের ১৭ বছরের কারাদন্ড

| প্রকাশিতঃ ১৯ মে ২০১৭ | ১১:৫৪ পূর্বাহ্ন

ফজলে রুবেল, সিঙ্গাপুর থেকে : চীনা যুবতীকে ধর্ষণের অপরাধে সিংগাপুরে কর্মরত বাংলাদেশি নির্মাণশ্রমিক প্রামাণিক লিটনকে (২৪) ১৭ বছরের কারাদণ্ড এবং ২৪ টি বেত্রাঘাতের সাজা দিয়েছে সিংগাপুরের আদালত। লিটনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শুক্রবার (১৯ মে) সকালে এই রায় দেন সিঙ্গাপুরের একটি আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে ৪০ বছর বয়সী এক চীনা নারী সিঙ্গাপুর শহরের ম্যাকরিছি রিস্যারভেয়র পার্কের লরনি ট্রেলের পাশ ধরে হাঁটছিলেন। এসময় লিটন তাকে একা পেয়ে যৌনতার আবেদন করে। আবেদন প্রত্যাখ্যান করলে ওই নারীকে গলায় ছুরি ধরে মুখ বেঁধে পার্কের নির্জন স্থানে নিয়ে যায় এবং ওই নারীকে পরপর দুইবার ধর্ষণ করে লিটন। ধর্ষণের পর ছুরিটি পাশের ঝোঁপে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় লিটন।

ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে ১০ ফেব্রুয়ারি ২০১৫ কর্মস্থল থেকে লিটনকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থল থেকে উদ্ধার করা ছুরি, ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যবহৃত টিস্যুসহ বিভিন্ন আলামতের ডিএনএ ও ভিকটিমের ডাক্তারি পরীক্ষায় উঠে আসে লিটনের ধর্ষণ-সম্পৃক্ততার তথ্য-প্রমাণ।

এব্যাপারে পুলিশ প্রামাণিক লিটনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের পর দীর্ঘ শুনানি শেষে সিঙ্গাপুর আদালত শুক্রবার সকালে এই রায় ঘোষণা করেন।

প্রথমদিকে লিটন আদালতের কাছে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছিল। পরে জেরার মুখে ঘটনার সত্যতা স্বীকার করে লিটন আদালতকে জানায়, ধর্ষণের পর সে ওই যুবতীকে ঘটনা প্রকাশ না করতে এবং জন্মনিয়ন্ত্রণের ওষুধ সেবনের জন্য ৫০ ডলার দিতে চেয়েছিল। কিন্তু তা নিতে রাজি হননি ওই নারী।