রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হলেন মোসলেহ উদ্দিন

| প্রকাশিতঃ ২১ মে ২০১৭ | ৭:০৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য হয়েছেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহ্বব্বায়ক মোসলেহ উদ্দিন।

সম্প্রতি ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সদস্য মনোনয়নের চিঠি এরমধ্যেই হাতে পেয়েছেন তিনি।

ছাত্রলীগের চুয়েট শাখা হতে প্রথম বারের মত কেন্দ্রীয় নেতা হলেন মোসলেহ উদ্দিন। ত্যাগী এই ছাত্রনেতা কেন্দ্রীয় নেতৃত্বে স্থান পাওয়ায় চুয়েট ছাত্রলীগের রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। চাঙ্গাভাব ফিরে এসেছে নেতাকর্মীদের মাঝে।