
ঢাকা : সপ্তাহের ছুটির দিনে জানা গেল দেশে দেশে করোনাক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। তবে তিন হাজারের নিচে নেমেছে শনাক্ত এবং দৈনিক শনাক্তের হারও কমেছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে বৃহস্পতিবার ২০ জন, বুধবার ১৫ জন, মঙ্গলবার ৩৪ জন, সোমবার ১৬ জন, রবিবার ২৮ জন ও শনিবার ২০ জনের মৃত্যু হয়। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৮ হাজার ৯৩১ জন।
শুক্রবার ২৭ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৮৪ জনের। বৃহস্পতিবার শনাক্তের সংখ্যা ছিলো ৩ হাজার ৫৩৯ জন। করোনায় এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ২৯ হাজার ১৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.৩১। বৃহস্পতিবার ছিল ১০.২৪, বুধবার ছিল ১২.২০, মঙ্গলবার ছিল ১৩.৭৭, সোমবার ছিল ১৩.৫৩ রবিবার ছিল ১৪.৮৫ শতাংশ, শনিবার ছিল সাড়ে ১৬ শতাংশ।