চট্টগ্রাম : জটিল রোগে আক্রান্ত একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারকে দেখতে তাঁর চন্দ্রনগর সোসাইটির বাসায় গেছেন সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
শনিবার (১২ মার্চ) রাতে জ্যেষ্ঠ সাংবাদিক আজাদ তালুকদারের বাসভবনে যান চট্টগ্রামের অন্যতম শীর্ষ এ আওয়ামী লীগ নেতা। তিনি আজাদ তালুকদারের পাশে বেশকিছু সময় কাটান এবং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। আগের তুলনায় আজাদ তালুকদারের চিকিৎসার উন্নতি হওয়ায় তিনি আল্লাহর দরবারে শোকরিয়া জানান। এসময় তিনি সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ আজাদ তালুকদারের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন খুব প্রয়োজন বলে মন্তব্য করেন এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকবেন বলে জানান।
আ জ ম নাছির উদ্দীন বলেন, আমাদের অনেকের মাঝে আইন ও স্বাস্থ্য না মানার প্রবণতা বেশি। আইন না মানলে যে শাস্তি, ক্ষতি তার চেয়ে বেশি ক্ষতি স্বাস্থ্য না মানলে। আর এই না মানার খেসারত দিতে হয় চরমভাবে। তাই আমাদের সবারই উচিত সর্বাগ্রে স্বাস্থ্য মেনে চলা। কারণ সুস্বাস্থ্য আল্লাহর অনেক বড় নেয়ামত, দান-অনুদান। আপনার কিছুই নেই, কিন্তু আপনি সুস্বাস্থ্যের অধিকারী-আপনার চেয়ে সৌভাগ্যবান আর কেউ নেই।কাজেই এটি আমাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত।
এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ঈসা, বেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশেনর তিনবারের কাউন্সিলর নারী নেত্রী অ্যাডভোকেট রেহানা বেগম রানু, বিশিষ্ট সমাজ সেবক ও পাঠানটুলি আওয়ামী লীগ নেতা হাসান ইমরান, সৌখিন এন্টিক সংগ্রাহক তরুণ শিল্পোদ্যোক্তা তারেকুল ইসলাম জুয়েল, ওমান সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার আলহাজ্ব শওকত হোসেন তালুকদার, মহানগর ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ সাজ্জাত হোসেন, একুশে পত্রিকার স্টাফ রিপোর্টার আবছার রাফি, রাঙ্গুনিয়ার যুবলীগ নেতা দিদারুল আলম পাইলট, দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাফাত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।