চট্টগ্রাম: ঘূর্ণিঝড় মোরা’র কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করেছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. কামরুল হুদা বলেন, নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে। ঘূর্ণিঝড়ে বিশ্ববিদ্যালয়ে অনেক গাছ ভেঙে পড়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রামে ১০ নম্বর মহাবিপদ সংকেত বলবৎ থাকায় জেলার সব স্কুল কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও বন্ধ রয়েছে।