রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

টানা পঞ্চম দিন করোনায় মৃত্যুহীন দেশ, নতুন শনাক্ত ২৮

| প্রকাশিতঃ ৯ এপ্রিল ২০২২ | ৫:৪৬ অপরাহ্ন


ঢাকা : দেশের গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৮ জন। এই সময়ে মৃত্যু হয়নি কারও। এ নিয়ে কভিডে মৃত্যুহীন টানা পঞ্চম দিন পার হল। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানা যায়।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে এসব রোগী শনাক্ত হয়েছেন।

শনিবারও কভিডে মৃত্যুহীন দিন থাকায় মহামারিটিতে মোট মৃত্যুর সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১২৩-এ অবস্থান করছে। গত সোমবার থেকে সংখ্যাটি স্থির আছে।

আর শনিবারের শনাক্ত রোগীর সংখ্যাটি দুই বছর আগে মহামারির শুরুর পর্যায় স্মরণ করিয়ে দিচ্ছে। ২০২০ সালের ৫ এপ্রিলের (১৮ জন) পর দিনে এত কম রোগী আর শনাক্ত হয়নি।

নতুন শনাক্তদের নিয়ে দেশে কভিড আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২৩ জন। এই সময়ে কভিড থেকে সেরে উঠেছেন ৬১০ জন। তাদের নিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৭ হাজার ৯৩৩ জন। এই হিসাবে এখন দেশে সক্রিয় কভিড রোগীর সংখ্যা ৩৫ হাজার জন।