আদালত প্রতিবেদক : অবহেলা ও ভুল চিকিৎসায় নোয়াখালীর সহকারী জজ মোরশেদুল আলমের প্রসূতি স্ত্রী সায়মা সিকদারের মৃত্যুর মামলায় দুই চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। চট্টগ্রামের অতিরিক্ত মহানগর তৃতীয় জজ আদালত জামিউল হায়দার বুধবার দুপুরে এই অভিযোগ গঠন করেন।
যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তারা হলেন- চট্টগ্রাম মেডিকেল কলেজের তৎকালীন গায়নোকলোজিস্ট ডা. কাজল রেখা, চমেক হাসপাতালের অ্যানেসথেসিয়ালিস্ট ডা. দেবাশীষ তালুকদার, পেশেন্ট কেয়ার ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার।
এর আগে বুধবার সকালে আসামী ডা. দেবাশীষ তালুকদারের পক্ষে তার আইনজীবী স্বভুপ্রাসাদ বিশ্বাস আদালতে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন না মঞ্জুর করে মামলার অভিযোগ গঠন করেন। পরবর্তী ধার্য্য তারিখে মামলার সাক্ষগ্রহণের আদেশ দেন আদালত।
অভিযোগ গঠনের শুনানির সময় বাদিপক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আরেফিন রিজভী। সরকারপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর।
গত বছরের ৯ জুন দুই চিকিৎসকসহ তিনজনকে আসামী করে আলোচ্য ঘটনায় আদালতে একটি সিআর মামলা দায়ের করেন নিহত সায়মা সিকদারের মা। আদালত মামলাটি গ্রহণ করে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।
আদালতের এই আদেশের প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল অ্যাসোসিয়েশনসহ (বিএমএ) চিকিৎসকদের একটি অংশ মানববন্ধন, ধর্মঘট, কর্মবিরতিসহ নানা কর্মসূচির মাধ্যমে সেময় চট্টগ্রামের চিকিৎসাব্যবস্থাকে অচল করে তুলেছিলেন।
পরবর্তীতে ডা. কাজল রেখা ও ডা. দেবাশীষ তালুকদার উচ্চ আদালত এবং আব্দুল জব্বার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত থেকে জামিন নেন।
প্রসঙ্গত, নোয়াখালীর সহকারী জজ মোরশেদুল আলমের প্রসূতি স্ত্রী সায়মা সিকদার চমেক হাসপাতালের তৎকালীন গায়নোকলোজিস্ট ডা. কাজল রেখার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গত বছরের ৩ জুন প্রসববেদনা শুরু হলে ডা. কাজল রেখার পরামর্শানুযায়ী চট্টগ্রাম মেডিকেলের পূর্ব গেইটস্থ পেশেন্ট কেয়ারে ভর্তি হন তিনি। সে রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে প্রথম সন্তানের (সায়েন) জন্ম দেন সায়মা সিকদার।
অভিযোগ রয়েছে, কোনোধরনের লজিস্টিক ছাড়া আলট্রাসনোগ্রাম না করে ডা. কাজল রেখা তাকে তড়িঘড়ি অস্ত্রোপচার করে চলে যান। এরপর প্রসূতির স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটে। কিচুনি চলে আসে। এসময় বারবার ডা. কাজল রেখা, সংশ্লিষ্ট অ্যানেসথিয়ালিস্ট দেবাশীষ তালুকদার, পেশেন্ট কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বারের সাহায্য চেয়েও ব্যর্থ হন রোগীর স্বজনেরা।
পরদিন সকালে ডা. কাজল রেখা ক্লিনিকে এসে রোগীকে মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে পাঠানোর নির্দেশ দেন। মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, বহু আগেই এই রোগীর মৃত্যু হয়েছে।