
ঢাকা : মহামারি করোনা ভাইরাসে দেশজুড়ে মৃত্যুহীন দিনের ধারা অব্যাহত রয়েছে। ফলে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যু ঘটেনি। এতে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই স্থির আছে। তবে এই সময়ে নতুন করে আরও ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি করোনা পরীক্ষাগারে চার হাজার ৬০৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছুসহ মোট চার হাজার ৬২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৯ লাখ ৮২ হাজার ৭৭৪টি। এছাড়া পরীক্ষায় আরও ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৪৪ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মৃতদের মধ্যে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৫৯৪ জন পুরুষ (৬৩ দশমিক ৮৪ ভাগ) ও ১০ হাজার ৫৩৩ জন নারী (৩৬ দশমিক ১৬ ভাগ)। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩৩৬ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৮২০ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার শতকরা দশমিক ৪১ ভাগ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৬ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৪ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ ভাগ।
২০১৯ এর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি পৃথিবীজুড়ে মহামারিতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর একই বছরের ১৮ মার্চ প্রথম করোনার কারও মৃত্যু দেখে দেশ।