রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বটতলী শাহ মোহছেন আউলিয়া স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইমরান

| প্রকাশিতঃ ৩১ মে ২০২২ | ৭:৫১ অপরাহ্ন


আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হয়েছেন এডভোকেট ইমরান হোসেন (বাবু)।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে ভূমিমন্ত্রীর সুপারিশ অনুযায়ী বিদ্যালয় মিলনায়তনে পরিচালনা কমিটির সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পান।

এডভোকেট ইমরান হোসেন (বাবু) ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৬ সালে উক্ত বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের সন্তান বাবু। তিনি বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয়ের ২০০২ ব্যাচের ছাত্র।

এ বিষয়ে ইমরান হোসেন (বাবু) বলেন, ‘সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মাননীয় ভূমিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক উন্নয়নে আমি কাজ করে যাব। এজন্য আমি সকলের সহযোগিতা চাই।’