শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রাম বন্দরে দেড় কোটি টাকার গ্লাসের চালান আটক

| প্রকাশিতঃ ৮ জুন ২০১৭ | ৬:৫৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা দেড় কোটি টাকার তিনটি গ্লাসের চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এতে ৪১ লাখ টাকার রাজস্ব ফাঁকি রোধ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে তারা।

বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে জানানো হয়, চীন থেকে আসা গ্লাসের কয়েকটি চালানে উন্নতমানের ‘রিফ্লেকটিভ মিরর’ গ্লাস আমদানি করা হলেও এগুলো কম শুল্কমূল্যের ‘ক্লক অ্যান্ড ওয়াচ’ গ্লাস এবং ‘ডার্ক ব্লু’ গ্লাস ঘোষণায় শুল্কায়ন করে খালাস নেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গত মাসে খালাস প্রক্রিয়া স্থগিত করা হয়। পরে চালান তিনটি শতভাগ কায়িক পরীক্ষা করা হলে মিথ্যা ঘোষণার বিষয়টি ধরা পড়ে। মেসার্স বি বাড়িয়া গ্লাস হাউস, পিএআরএম এন্টারপ্রাইজ এবং আশা ট্রেড ইন্টারন্যাশনাল নামে ঢাকার তিনটি প্রতিষ্ঠান চালানগুলো আমদানি করে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রণয় চাকমা বলেন, কায়িক পরীক্ষায় ১ হাজার ২৭ বর্গ মিটার পণ্য বেশি পাওয়া যায়। এছাড়া অধিক শুল্কের পণ্য কম শুল্ক দিয়ে খালাস নেওয়ার চেষ্টা করেছিল। প্রাথমিকভাবে পরিশোধিত শুল্ক করাদির পরিমাণ ছিল ৫১.৭৪ লাখ টাকা। কিন্তু শুল্ক গোয়েন্দার হস্তক্ষেপের কারণে পরবর্তীতে জরিমানাসহ মোট শুল্ক-করাদির পরিমাণ দাঁড়ায় প্রায় ৯২ লাখ টাকা। অতিরিক্ত শুল্ককরাদি আদায়ের পাশাপাশি চট্টগ্রাম বন্দরে এই পণ্য খালাসে যারা জড়িত ছিলেন তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।