চট্টগ্রাম: দেশের মানুষের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ ও বিএনপি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর সভাপতি মাহজাবীন মোরশেদ।
শুক্রবার বিকালে চট্টগ্রাম মহানগর জাতীয় সাংস্কৃতিক পার্টি আয়োজিত ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ বলেন, পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি দেশের শ্রমজীবি জনতার কল্যাণে সে উন্নয়ন করেছিলেন ৯০ পরবর্তী সরকারগুলো তার অর্ধেকও করতে পারে নাই। দেশের মানুষের প্রত্যাশা পূরণে আওয়ামীলীগ বিএনপি ব্যর্থ হয়েছে। তারা জনতার কল্যাণের চেয়ে নিজেদের কল্যাণে বেশী মনোযোগী। তাই দেশে জবাবদিহিতা সুশাসনের অভাব।
সকল শ্রেণী পেশার মানুষের ভাগ্য উন্নয়নে জাতীয় পার্টিকে অধিকতর শক্তিশালী করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
মাহজাবীন মোরশেদ বলেন, আগামীতে পল্লীবন্ধুকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবেনা। আমরা নিজেদের জোট নিয়ে নির্বাচন করে জনরায় নিয়ে ক্ষমতায় যাবো ইন্শাল্লাহ।
তিনি দরিদ্র অসহায় মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
মহানগর জাতীয় সাংস্কৃতিক পার্টি আহ্বায়ক ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও নগর জাপা সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নগর জাপা সিনিয়র সহ-সভাপতি ম্ুিক্তযোদ্ধা শ্রী তপন চক্রবর্তী, প্রধান বক্তা ছিলেন নগর জাপা সাধারণ সম্পাদক আলহাজ্ব এয়াকুব হোসেন, বিশেষ অতিথি ছিলেন নগর জাপা সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরী, কামাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জ্যাকি, নুরুল আজিজ সওদাগর, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম রেজা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এমদাদুল ইসলাম চৌধুরী, নগর জাপা অর্থ-সম্পাদক চন্দন চক্রবর্তী, কৃষি বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম বাচ্চু, শ্রমবিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন, নগর সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব শাহাদাত হোসেন স্বপন, নগর ছাত্র সমাজ সভাপতি রাশেদুল হক খোকন, সাধারণ সম্পাদক সাকিবুল হাসান জিশান, নগর সাংস্কৃতিক পার্টির য্গ্মু আহ্বায়ক হাজী আলী আকবর প্রমুখ।
সভাশেষে দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন সাংসদ মাহজাবীন মোরশেদ।