
ঢাকা : দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘যারা এখনো বুস্টার ডোজ নেননি, শিগগির নিয়ে নিন। কারণ, করোনা কিছুটা হলেও বাড়তি আমাদের দেশে। আশপাশের দেশগুলোতেও সংক্রমণ বাড়ছে।’
বৃহস্পতিবার (১৬ জুন) সচিবালয়ে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন ওষুধ শিল্প সমিতির সঙ্গে সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন।
২০১৯ সালের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে তাণ্ডব চালানোর পর ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে।
২০২০ সালের মার্চে ভাইরাসটি প্রথম শনাক্ত হয় বাংলাদেশে। এরপর থেকে ভাইরাসটি তাণ্ডব চালায় বাংলাদেশে। সংক্রমণ রোধে কয়েক বার সারাদেশে লকডাউন করে দেওয়া হয়। দুই মাস আগে করোনার প্রাদুর্ভাব কমে আসে বাংলাদেশে। একপর্যায়ে শনাক্তের হার এক শতাংশের নিচে নেমে আসে। গত কয়েকদিন ধরে হঠাৎ করে করোনা ফের বাড়তে থাকে বাংলাদেশে। গতকাল শনাক্তের সংখ্যা দুইশ ছাড়িয়ে যায়। করোনা সংক্রমণ এভাবে বাড়ায় ফের উদ্বেগ সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে সবাইকে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, বুস্টার ডোজ যারা নিয়েছেন তাদের মৃত্যুঝুঁকি নেই বললেই চলে। তাই আমরা আহ্বান জানাব, যারা এখনো বুস্টার ডোজ নেননি, অতি শিগগির নিয়ে নিন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যের কোনো বিষয় চাপিয়ে দেওয়ার নয়। এটা স্বাধীন দেশ, সব নাগরিকের স্বাধীন চিন্তা-ভাবনা রয়েছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তাদের অবহিত করা। টিকা নিলে কী সুবিধা না নিলে কী অসুবিধা- এ বিষয়গুলো আমরা তুলে ধরি। বাকি সিদ্ধান্ত যার যার, এখানে চাপিয়ে দেওয়ার কিছু নেই। আমরা চাপিয়ে দিতে পারবও না। আমরা অবশ্য আবারও বলব, যারা এখনো বুস্টার ডোজ নেননি, অবশ্যই নেবেন। বুস্টার ডোজ নিলে আপনি সুরক্ষিত থাকবেন।