চট্টগ্রাম: নাম পাল্টিয়ে চার বছর ধরে পলাতক থাকা হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
শনিবার ভোররাতে ইসলামপুরের মাঝেরঘোনার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ২০১২ সালের ২ সেপ্টেম্বর আরেফিন নগর এলাকায় বেলাল নামের একজনকে কুপিয়ে খুন করে সম্রাট। এ ঘটনায় বায়েজিদ থানায় মামলা হলেও পরে তদন্তের ভার যায় সিআইডির হাতে। গত বছর পলাতক সম্রাটকে আসামি করে চার্জশিট দেয় সিআইডি।
তিনি আরও বলেন, কখনো শাহজাহান, কখনও মোমিন নাম ধারণ করে নিজের পরিচয় আড়াল করে আসছিল সম্রাট। যার কারণে তাকে গ্রেফতারে সফল হওয়া যাচ্ছিল না। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সম্রাটকে ধরতে পেরেছি আমরা।