চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী থানার পারকি সমুদ্র সৈকতে গোয়েন্দা পুলিশের উপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে।
বুধবার রাতে কর্ণফুলী থানায় নগর গোয়েন্দা পুলিশের এসআই মাকসুদ আহমেদ বাদি হয়ে পুলিশের উপর হামলা ও ইয়াবা উদ্ধারের ঘটনায় এ দুটি মামলা করেন।
কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলা ও ইয়াবা উদ্ধারের ঘটনায় ইয়াবা ব্যবসায়ী মুন্না, মান্নান ও সেলিমসহ ৫৪ জনের নাম উল্লেখ করে ও ১৫৯ জনকে অজ্ঞাতনামা আসামি করে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। আসামিদের মধ্যে মুন্না ও মান্নান গ্রেফতার হয়েছেন।
প্রসঙ্গত গত মঙ্গলবার সন্ধ্যায় পারকি সৈকতের মাদক আস্তানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয় নগর গোয়েন্দা পুলিশের একটি দল। এতে পুলিশের চার সদস্য আহত হন।