শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে বজ্রপাতে নিহত ১

| প্রকাশিতঃ ১৩ জুন ২০১৭ | ১২:২৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় বজ্রপাতে মো. দেলোয়ার নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে বাকলিয়া থানার চাক্তাই ওসমানিয়া গলিতে এ ঘটনা ঘটে।

নিহত মো. দেলোয়ার (১৯) ওই এলাকার ওসমান অ্যান্ড ব্রাদার্স নামের একটি দোকানের কর্মচারী ছিলেন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর রামপুরা গ্রামের মোহছেন আউলিয়া গ্রামের মো. ইলিয়াছের ছেলে সে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বলেন, রাতে দোকানে থাকতেন ইলিয়াছ। ভোর রাত ৪টার দিকে দোকান থেকে বের হওয়ায় পর বজ্রপাতে আহত হন তিনি। তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।