চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় অভিযানে নেমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে ওই ব্যবসায়ীকে উদ্ধারের পাশাপাশি দুইটি শটগান ও ২৮ রাউন্ড গুলি এবং একটি কালো মাইক্রোবাসও উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত ১২টার দিকে নগরীর নন্দনকাননে আর এফ পুলিশ প্লাজা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক শামসুল আলম (৩৫) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান। এ ঘটনায় তার আরও ৯ সহযোগিকে আটক করা হয়েছে।
পাহাড়তলী থানার ওসি আলমগীর হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় ইফতারের পর ব্যবসায়ী মো. নূরুন্নবীকে তার সরাইপাড়ার বাসা থেকে অস্ত্রের মুখে অপহরণ করে শামসুল ও তার সহযোগীরা। বিষয়টি জানার পর অভিযানে নামে পুলিশ। একপর্যায়ে পুলিশ জানতে পারে ওই ব্যবসায়ীকে নন্দনকাননের আর এফ পুলিশ প্লাজায় আটকে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এরপর রাত ১২টার দিকে কোতোয়ালী থানা পুলিশকে সাথে নিয়ে আর এফ পুলিশ প্লাজায় অভিযানে যায় পাহাড়তলী থানা পুলিশের একটি দল। সেখান থেকে অস্ত্রসহ ১০ জনকে হাতেনাতে আটক করে ও ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।