শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

‘ইফতার মাহফিলের অর্থে দুর্গতের পাশে দাঁড়ান’

| প্রকাশিতঃ ১৭ জুন ২০১৭ | ৪:৩৫ অপরাহ্ন

চট্টগ্রাম : ইফতার মাহফিল পরিহার করে সেই অর্থ দিয়ে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। ঘূর্ণিঝড় ‘মোরা’ এবং পরবর্তী অতিবৃষ্টি ও বন্যায় রাউজানের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুক্রবার চাল বিতরণকালে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, অতিবৃষ্টি, পাহাড়ধসসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রামে হাজার হাজার লোক মানবিক বিপর্যয়ের সম্মুখীন। তাঁরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। অনেকে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে। হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে। এসব এলাকায় খাদ্যের অভাব প্রকট আকার ধারণ করেছে। এই অবস্থায় যার যা আছে তা নিয়ে দুর্গতদের পাশে দাঁড়াতে হবে।

মাহবুবুল আলম তাঁর প্রতিষ্ঠিত আনোয়ারা আলম ফাউন্ডেশন-র পক্ষ থেকে রাউজান পৌরসভা, হলদিয়া ইউনিয়ন, চিকদাইর ইউনিয়ন ও ডাবুয়া ইউনিয়নে ৫ টন করে মোট ২০টন চাল ১০ কেজি করে ২ হাজার দুর্গত পরিবারের মাঝে বিতরণ করেন।