শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চার ডাকাত গ্রেফতার, অস্ত্র উদ্ধার

| প্রকাশিতঃ ১৭ জুন ২০১৭ | ৬:১১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মায়ানী এলাকার নুর আলমের ছেলে আবদুর রহিম, মাহবুল হকের ছেলে ইকবাল, জসিম উদ্দিনের ছেলে সাখাওয়াত, ও মোশাররফ হোসেনের ছেলে রিয়াজ।

মিরসরাই থানার ওসি সাইরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা সবাই ডাকাতি মামলার আসামি। শুক্রবার ডাকাতির উদ্দেশ্যে এলাকায় অবস্থান করার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদেরকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।