শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

দুই লাইটারের সংঘর্ষ, উদ্ধার ১২

| প্রকাশিতঃ ১৮ জুন ২০১৭ | ৬:২৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর একটি লাইটার জাহাজে থাকা ১২ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার বেলা সোয়া ১১টার দিকে বন্দরের বহির্নোঙ্গরে এ ঘটনা ঘটে।

উদ্ধারকৃতরা হলেন- হাসিবুর রহমান (৩০), শাহিন (২০), আলামিন খান (২৫), সাদ্দাম (২৮), হাসান সিকদার (২২), সাইফুল (২৮), মনির (৩২), নজরুল ইসলাম (৩৫), রাশেদ (৩৪), মনিরুল ইসলাম (২১), শহিদুল (৩২) ও তহিদুল শেখ (৪০)।

কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শেখ ফখরউদ্দিন বলেন, বহির্নোঙ্গরের সৈকতসংলগ্ন এলাকায় লাইটার জাহাজ এমভি পান্তরের সাথে লাইটার সিটি-২২ এর ধাক্কা লাগে। এতে এমভি পান্তরের সামনের বাম পামের ওয়াটার লেভেলের ওপর ফেটে যায়। ফলে পানি ঢুকতে শুরু করলে পান্তরকে পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছাকাছি এলাকায় নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এমভি পান্তর থেকে ১২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করে কোস্টগার্ড।