রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ভারতকে গুঁড়িয়ে দিয়ে পাকিস্তানের স্বপ্নপূরণ

| প্রকাশিতঃ ১৯ জুন ২০১৭ | ১২:১৬ পূর্বাহ্ন

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম শিরোপার স্বাদ পেলো পাকিস্তান। আজ ওভালের ফাইনালে পাকিস্তানের ব্যাটসম্যানরা যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই যেন শুরু করেন বোলাররা। ফলে ১৮০ রানের বিশাল জয় পায় সরফরাজ আহমেদের পাকিস্তান।

পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির ৮ম আসরে পেল আইসিসি’র যেকোন টুনামের্ন্টর ৩য় শিরোপা।। ইমরান খান ও ইউনুছ খানের পর অধিনায়ক হিসেবে সরফরাজ আহমেদ আইসিসির শিরোপার স্বাদ পেল।

ওভালে এদিন ব্যাট হাতে পাকিস্তানের ব্যাটসম্যানরা ছিল যেমন অপ্রতিরোধ্য তেমন বিধংশী ছিল বোলাররা। ব্যাটসম্যানরা আগে ব্যাট করে ভারতের বিপক্ষে ৫০ ওভারে তাদের সর্বোচ্চ ৩৩৮ রান সংগ্রহ করে ৬ উইকেট হাতে রেখে। এরপর বল হাতেও চমক দেখায় পাকিস্তানের মোহাম্মদ আমির ও হাসান আলী। মাত্র ৫৪ রান সংগ্রহ করতেই ভারত হারায ৫টি উইকেট। পরে ১১৭ বল বাকি থাকতেই ১৫৮ রানে অল আউট হয় ভারত।

পাকিস্তানের পক্ষে দারুণ বোলিং করেছেন আমির ও হাসান আলি। দুজনেই নিয়েছেন ৩টি করে উইকেট। ২টি উইকেট পেয়েছেন লেগস্পিনার সাদাব খানের ঝুলিতে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আইসিসির কোন টুর্নামেন্টে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম শতরানের উদ্বোধনী জুটিই ম্যাচের নিয়ন্ত্রণ দেয় পাকিস্তানকে। ওপেনার ফকর জামান পাকিস্তানের ৩য় ব্যাটসম্যান হিসেবে শতক করার বিরল কীর্তি গড়েছেন চ্যাম্পিয়নস ট্রফিতে। খেলেছেন ১০৬ বলে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস। পরে মোহাম্মদ হাফিজ শেষের ঝড়ে দলকে এনে দিয়েছিলেন বিশাল সংগ্রহ।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ৫০ ওভারে ৩৩৮/৪ (আজহার ৫৯, জামান ১১৪, বাবর ৪৬, মালিক ১২, হাফিজ ৫৭*, ওয়াসিম ২৫*; ভুবনেশ্বর ১/৪৪, বুমরাহ ০/৬৮, অশ্বিন ০/৭০, পান্ডিয়া ১/৫৩, জাদেজা ০/৬৭, কেদার ১/২৭)

ভারত : ৩০.৩ ওভারে ১৫৮ (রোহিত ০, ধাওয়ান ২১, কোহলি ৫, যুবরাজ ২২, ধোনি ৪, কেদার ৯, পান্ডিয়া ৭৬, জাদেজা ১৫, অশ্বিন ১, ভুবনেশ্বর ১*, বুমরাহ ১; আমির ৩/১৬, জুনায়েদ ১/২০, হাফিজ ০/১৩, হাসান ৩/১৯, শাদাব ২/৬০, ওয়াসিম ০/৩, জামান ০/২৫)

টস : ভারত

ফল : পাকিস্তান ১৮০ রানে জয়ী

ম্যাচ সেরা : ফকর জামান (পাকিস্তান)

টুনামেন্ট সেরা : হাসান আলী (পাকিস্তান)