শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ধনী-দরিদ্রের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে যাকাত : মেয়র আ জ ম নাছির

| প্রকাশিতঃ ১৯ জুন ২০১৭ | ৬:৩১ অপরাহ্ন

চট্টগ্রাম: যাকাতের মাধ্যমে ধনী-দরিদ্রের মধ্যে ইসলাম সেতুবন্ধন সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সোমবার সকালে আরেফিন নগরে শহীদ মেহেদী হাসান বাদল স্মৃতি সংসদের ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ধনী-দরিদ্রের মধ্যে যাকাত এর মাধ্যমে সেতু বন্ধন সৃষ্টি করেছে পবিত্র ইসলাম। প্রতিবেশির হক ধনীদের উপর ধার্য্য করেছে ইসলাম। ইসলামের বিধি বিধান অনুসরণ করে গরীব দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানাচ্ছি।

চট্টগ্রাম মহানগর আওয়ামীযুবলীগ নেতা এ এম মহিউদ্দিনের সভাপতিত্বে ও বাংলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদ আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন মুন্সি, ডা. রফিক উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে চার শতাধিক গরীব দুঃস্থদের মাঝে ঈদবস্ত্র তুলে দেন প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।