চট্টগ্রাম : বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি) চট্টগ্রাম অঞ্চলের সদ্য গঠিত নির্বাহী কমিটির প্রথম সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার নগরীর দি গ্রান্ড পার্ক প্যাভিলিয়নে এই ইফতার ও সভার আয়োজন করা হয়।
বিএইচআরসি চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক এবং সমন্বয় কমিটির সভাপতি জসিম আহমেদের সভাপতিত্বে উক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতির পরামর্শক্রমে সমন্বয়কারী কমিটি গঠন, কমিটির কর্মপদ্ধতি ও কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা ও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি এম এ সোহেল আহমেদ মৃধা এবং চট্টগ্রাম মহানগর নির্বাহী সভাপতি আবু হাসনাত চৌধুরী।
এছাড়াও সমন্বয়কারী কমিটির নির্বাহী সদস্যগনের মধ্যে উপস্থিত ছিলেন এম জোবায়ের খান, বোরহানউদ্দিন সাহেদ, ইমরান আহমেদ, প্রকৌ:ইশতিয়াক উর রহমান, মো: সেলিম, আবু বকর শাহেদ, গোলাম সরোয়ার চৌ, শাহাদাত হোসেন, মো:মাহফুজুর রহমান, মো:আব্দুল মান্নান, আরাফাতুল করিম, আদিল আহমেদ।
আলোচনা পরবর্তী ইফতার মাহফিলের মাধ্যমে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।