শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ঈদ উপহার নিয়ে এতিমদের পাশে ইগলস’

| প্রকাশিতঃ ২০ জুন ২০১৭ | ১২:২৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম: ইগলস’ ক্লাবের উদ্যোগে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইট এলাকার আবু হুরায়রা মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে অায়োজন করা হয় ইফতার মাহফিলও। সোমবার বিকেলে মাদ্রাসা ভবনে দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক এতিম সংস্থার চেয়ারম্যান আমান উল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক মাসুদ ফারহান অভি, সাংবাদিক শ্যামল নন্দী, লিও ক্লাব (প্লাটিনাম) সভাপতি রিদোয়ান এইচ চৌধুরী প্রমুখ।

ঈগলস’ ক্লাবের সভাপতি আবু জাহেদ এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ইফতির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক শাহেদুল আলম, সহ-সভাপতি তৌহিদুল আলম রিকু, সমাজ সেবা সম্পাদক মুন্না এবং প্রচার সম্পাদক আরমান হাসান। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ঈগলস’ ক্লাবের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকে শিশু সুন্দর আগামীর কারিগর। শিশুদের মনে আনন্দ জাগাতে পারাই আমাদের আজকের অনুষ্ঠানের মুল উদ্দেশ্য। ইগল’স ক্লাব সব সময় শিশু, কিশোরদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে।