চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডের বাড়বকুন্ডে রডবাহী ট্রাক চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুন্ড অংশে এ দুর্ঘটনা ঘটেছে।
হাইওয়ে পুলিশ কুমিরা ফাঁড়ির পরিদর্শক এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, সকালে ঢাকাগামী রডবাহী একটি ট্রাক রাস্তা পারাপারের সময় এক নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই মহিলা নিহত হয়। আনুমানিক ৫৫ বছর বয়সী ওই নারী বাড়বকুন্ড বাজারে ভিক্ষা করতেন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।