চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত ৬৪৮ পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৩৫ লক্ষ টাকা অনুদান দেয়ার অনুমোদন দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
২৬ নং উত্তর হালিশহর, ১১ দক্ষিণ কাট্টলী ও ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের ক্ষতিগ্রস্থরা এসব অনুদান পাচ্ছেন।
মঙ্গলবার সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, সম্প্রতি ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৩৫ লক্ষ টাকা অনুদান দেয়ার অনুমোদন দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। ইতোপূর্বে এ ধরনের অনুদান দেয়ার কোন নজির চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নেই।
ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার জন্য বিত্তশালীদের এগিয়ে আসতে মেয়র আহবান জানিয়েছেন বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।