চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের ইউএসটিসি মেডিকেল কলেজে পড়তে আসা শ্রীলংকান এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতার দোকান কর্মচারী আরিফুল ইসলাম (২৫) নগরীর ঝাউতলা এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়। ভুক্তভোগী ২৪ বছরের ওই তরুণী এমবিবিএস শেষ বর্ষের ছাত্রী।
খুলশী থানার এসআই রূপন কান্তি চৌধুরী বলেন, গত রোববার রাত ১২টা থেকে ৫টা পর্যন্ত ইউএসটিসি মেডিকেল কলেজের এক ছাত্রীকে ধর্ষণ করে আরিফুল। মেয়েটি সোমবার সকালে থানায় এসে অভিযোগ দিলে অভিযানে নেমে তাকে গ্রেফতার করি। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আরিফুলকে আদালতে পাঠানো হয়েছে।