শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

হাতেনাতে ছিনতাইকারী ধরলো গোয়েন্দা পুলিশ

| প্রকাশিতঃ ২১ জুন ২০১৭ | ৩:১২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় একটি ছোরাসহ এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে কোতোয়ালী থানাধীন স্টেশন রোডস্থ পুরাতন রেলস্টেশনের সামনে সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ জাহেদুল ইসলাম (৩৫) বাগেরহাট জেলার স্বরণখোলা থানার উত্তর খোস্তকাটা এলাকার আব্দুর রহমানের ছেলে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, সিএনজি অটোরিকশাযোগে যাতায়াতের সময় ছিনতাইকারীদের কবলে পড়েন আমির হোসেন ও তার ছেলে শওকত মোস্তফা মামুন। তাদের চিৎকার শুনে ঘটনাস্থলের পাশে দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশের সদস্যরা দ্রুত ছুটে যান। এরপর এক ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন তারা।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতের কাছ থেকে ছিনতাইকৃত ২৫ হাজার টাকা এবং ছিনতাই কাজে ব্যবহার করা একটি টিপ ছোরা উদ্ধার করা হয়। পুলিশ পরিচয়ে সে ছিনতাই ও দস্যুতা করে আসছিল। মো. কামাল নামের পলাতক অপর ছিনতাইকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।