চট্টগ্রাম: চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৮৩ টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গত ১৭ মে থেকে ২১ জুন পর্যন্ত টানা অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (কেজিডিসিএল) ভিজিল্যান্স টিম।
কেজিডিসিএল এর সহকারী কর্মকর্তা (জনসংযোগ ও সমন্বয়) মোঃ কুতুবুর রহমান জানান, চট্টগ্রাম মহানগরীর বিশ্ব কলোনী, আকবরশাহ, লালখান বাজার, বহদ্দারহাট, রহমান নগর আ/এ, চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, নন্দনকাননসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহার ও বকেয়া গ্যাস বিলের কারণে ১টি বাণিজ্যিক, ৬২ টি আবাসিকসহ মোট ৬৩ জন গ্রাহকের ৩৮৩ টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এসব অভিযানে কেজিডিসিএল এর ভিজিল্যান্স ডিপার্টমেন্টের ব্যবস্থাপক প্রকৌশলী হাসান সোহরাবসহ জোন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন