চট্টগ্রাম: চট্টগ্রাম নগরী থেকে ৪০ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে পাহাড়তলী থানাধীন পাহাড়িকা সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সেলিম (৩৫), মো. মোস্তফা (৪২) ও মো. শফিক (৪৬)।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মো. আকরামুল হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে আসা একটি প্রাইভেট কার পাহাড়িকা সিএনজি ফিলিং স্টেশনের সামনে থামায় পুলিশ। সেটিতে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় গাড়িতে থাকা ওই তিনজনকে গ্রেফতার করা হয়।