শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

আবুল খায়ের কনজ্যুমারকে জরিমানা

| প্রকাশিতঃ ২১ জুন ২০১৭ | ৮:২০ অপরাহ্ন

চট্টগ্রাম: বিএসটিআই লাইসেন্স ছাড়া খাদ্যদ্রব্য উৎপাদন করায় নগরীর নাসিরাবাদে অবস্থিত আবুল খায়ের কনজ্যুমারকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার এ অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) আমিরুল্লা বলেন, বিএসটিআইর লাইসেন্স ছাড়া কয়েক ধরনের গুঁড়ো দুধ ও অন্যান্য পণ্য উৎপাদন করা হচ্ছিল ওই কারখানায়। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করে।